প্রকাশিত: Thu, Mar 23, 2023 4:44 AM
আপডেট: Mon, Jan 26, 2026 8:47 PM

জেনেভায় আইমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারে সরকার সজাগ

জাফর খান: জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তার্ক এর সঙ্গে মঙ্গলবার এক  সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ইত্তেফাক 

তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও এর প্রসারে জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করবে সরকার। সরকারের কার্যকর উদ্যোগের ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কমেছে। পাশাপাশি তথ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করা হচ্ছে। নিউজ বাংলা২৪ 

আনিসুল হক বলেন, সরকার এ আইনের অপব্যবহার বন্ধের বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে এ সংক্রান্ত আইনের গুড প্রাকটিস নিয়েও  সরকার আলোচনা অব্যাহত রেখেছে। বার্তা২৪

বৈঠকে হাই কমিশনার জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের পঁচাত্তর বছর পুর্তি উপলক্ষে তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম এসময় তুলে ধরে বাংলাদেশর সার্বিক সহযোগিতা কামনা করেন ভলকার তার্ক। এসময় আইনমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘকে অধিকতর শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।  জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব